প্রেমের আগুন | Premer Agun | দেখি কত ডুবে হায় স্বপ্ন সাগরে ভাসাই | Dekhi Koto Dube Hay Swopno Sagore Bhasay

শিরোনামঃ প্রেমের আগুন
Premer Agun
দেখি কত ডুবে হায় স্বপ্ন সাগরে ভাসাই
Dekhi Koto Dube Hay Swopno Sagore Bhasay
শিল্পীঃ পিন্টু ঘোষ ও সুকন্যা মজুমদার
অ্যালবামঃ হালদা
সুরকারঃ পিন্টু ঘোষ
গীতিকারঃ পিন্টু ঘোষ
দেখি কত ডুবে হায় স্বপ্ন সাগরে ভাসাই
পোড়া বাশির মতো প্রেম আমারে জ্বালায়,
প্রেমের আগুনে কি সবারে পোড়ায়।।
মেঘ নামিলো চোখে মেঘ নামিলো
ঝরে বৃষ্টি হয়ে ঝরে না থামিলো,
মেঘ নামিলো চোখে মেঘ নামিলো।
তুমি যত দূরে যাও তবু তুমি না হারাও
দিয়াস লাগার মতোই তুমি রয়ে যাও
প্রেমের আগুনে কি তুমিও পোড়াও।।
প্রেমের আগুন | Premer Agun | দেখি কত ডুবে হায় স্বপ্ন সাগরে ভাসাই | Dekhi Koto Dube Hay Swopno Sagore Bhasay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *