প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না | Premik Chara Premer Manush Bance Na | Song Lyrics

প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না
Premik Chara Premer Manush Bance Na
ক্বারী আমির উদ্দিন
প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না,
যৌবন গেলে আর প্রেম হবে না ।।
প্রথম দেখা নয়নে, তারপর আলাপনে
প্রানে প্রানে মিশে গেলে, ভূলে থাকা যায় না
জ্ঞানী গনে যাহা কয়, মিলনে প্রেম সত্য নয়
যদি এশকের চাঁদ দেখা যায়, দুই অঙ্গে হয় একজনা।।
বলি প্রেম স্বার্থে ভরা, প্রেম চলেনা টাকা ছাড়া
সত্য প্রেম করছে যারা, আসল প্রেমিক রাব্বানা
বিনামূল্যে নামের সাথে, প্রেম করতে হয় আল্লারস্তে
সেই প্রেম যাবে বেহেশতে, কাম মরে প্রেম মরে না।।
বলে ক্বারী আমির উদ্দিন, বলে গেছেন রাসূল আলামিন
প্রেমিক ছাড়া হাশরের দিন, সাফায়াত করবেন না
নবী আউয়ালে সেই তরবারে, আহাদে মিল শামিল করে
দেখনা কলেমা পড়ে, এই প্রেম আর ভাঙ্গবে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *