প্রভাতে উঠিয়া বলি, জয় লোকনাথ | Provate Uthiya Boli, Joy Loknath | Song Lyrics

প্রভাতে উঠিয়া বলি, জয় লোকনাথ
Provate Uthiya Boli, Joy Loknath
শিল্পী-অনুপ জলোটা
প্রভাতে উঠিয়া বলি,
জয় লোকনাথ,ব্রহ্ম লোকনাথ,
শিব কালী লোকনাথ।।
আঁধার রাত্রি যায় লোকনাথ নামে,
নতুন প্রভাত আসে শেষ নিশি যামে।।
দুঃখ দৈন যায়,ঘটে যে প্রমাদ
জয় লোকনাথ,শিব কালী লোকনাথ।
প্রভাতে উঠিয়া বলি
জয় লোকনাথ,ব্রহ্ম লোকনাথ
শিব কালী লোকনাথ।
জয় জয় নররূপে তুমি নারায়ণ,
অনাথের নাথ তুমি ত্রিতাপ হরণ।।
লও প্রভু অন্তরের ভক্তি প্রণিপাত।
জয় লোকনাথ,শিব কালী লোকনাথ।
প্রভাতে উঠিয়া বলি,
জয় লোকনাথ,ব্রহ্ম লোকনাথ,
শিব কালী লোকনাথ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *