প্রথমেই চোখ পড়ে
Prothame Chokh Pore
ছায়াছবি: দোলন চাঁপা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: কানু ভট্টাচার্য
কণ্ঠ: মোহাম্মদ আজিজ
[প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়
যেখানে কালো মেঘের ঘটা ঘন ঘোর
বিজলী অঝোর]-২
প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়।
তারপরেতে দেখি মুখের ছাদ
হো হো হো হো
তারপরেতে দেখি মুখের ছাদ
[পানের পাতা অমুক যেন জোছনাভরা চাঁদ]-২
আমি সারানিশি যাকে নিয়ে থাকি গো বিভোর
প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়
যেখানে কালো মেঘের ঘটা ঘন ঘোর
বিজলী অঝোর
প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়।
তারপরেতে চোখ পড়ে লাজুক ঠোঁটের হাসি
আমি ফুলকে ভালোবাসি যে তাই
সেইখানেতে দেখতে যে পাই
[পলাশ রাশি রাশি]-২
দেখি তোমার মাথার কালো চুল
হো হো হো হো
দেখি তোমার মাথার কালো চুল
[কৃষ্ণ-সাগর ভাবতে যাকে
মন করেনা ভুল]-২
শুধু মনের মধু চোখ বুজে পান করে এ ভ্রমর
প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়
যেখানে কালো মেঘের ঘটা ঘন ঘোর
বিজলী অঝোর
প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়।