Pousher Kachakachi Lyrics
পৌষের কাছাকাছি
Pousher Kachakachi (1982)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: প্রভাস দে
শিল্পী: মান্না দে
Pousher Kachakachi (1982)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: প্রভাস দে
শিল্পী: মান্না দে
Pousher Kachakachi Lyrics
পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন
[ফিরে আর আসবে কি কখনো]-২
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
[তুমি আর হাসবে কি কখনো]-২
[অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে]-২
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
[চোখে আর ভাসবে কি কখনো]-২
কাব্য কি কথা সে,ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনো,
দু’একটি পাখিদের সে কাকলি শুনব কি তখনো।
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
[ভালো আর বাসবে কি কখনো]-২
পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
[ফিরে আর আসবে কি কখনো]-৩
পৌষের কাছাকাছি