পৃথিবী বদলে গেছে
রাহী নয়ে নয়ে রাস্তা নয়া নয়া
Rahi Nayi Nayi Rasta
राही नये नये रस्ता नया नया
ছবি-আনন্দ আশ্রম
কথা-গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত-শ্যামল মিত্র
শিল্পী-কিশোর কুমার
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে।
সময় চিরদিন শুধুই বয়ে যায়
থেমে সে তো থাকে না
কত ঝড় মেঘ আসে চলে যায়
আকাশ মনে রাখে না
শুধু প্রথম জীবনের ভালোবাসা
স্বপ্নেরই মত জাগে
পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
ভালোই হতো সেই দিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকে পাবো নাকি
আজ প্রাণের অণুরাগে।