পৃথিবীর যত আলো – Prithibir Joto Aalo (ছায়াছবি: মাটির মানুষ)

 পৃথিবীর যত আলো

Prithibir Joto Aalo

ছায়াছবি: মাটির মানুষ (১৯৯৭)

কথা: পুলক বন্দ্যোপাধ্যায়

সুর: অনুপম দত্ত

কণ্ঠ: কুমার সানু

[পৃথিবীর যত আলো সবই তোমাদের

আমাদের শুধুই আঁধার

জানিনা এ কোন খেলা

ওই বিধাতার খেলা ওই বিধাতার]-২

[তোমরা যে সুখে থাকো সাতমহলায়

আমাদের দিন কাটে পথের ধূলায়(ও)]-২

তবু মোরা সৃষ্টি যে একই দেবতার

আমাদের শুধুই আঁধার

জানিনা এ কোন খেলা

ওই বিধাতার খেলা ওই বিধাতার।

[আমরা গরিব তাই গরিবকে বুঝি

এবার যে আমাদের মুক্তিকে খুঁজি(ও)]-২

চাইনা তো নিতে দান কৃপা করুণার

কেন আমাদের শুধুই আঁধার

সইবো না খেলা আর ওই বিধাতার

খেলা ওই বিধাতার

[সইবো না খেলার ওই বিধাতার]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *