পুজো পুজো লাগছে আবার
Pujo Pujo Lagvche Abar
কথা,সুর-সাহেব ভট্টাচার্য,প্রসেনজিত রায়
সংগীত-সাহেব ভট্টাচার্য,প্রসেনজিত রায়
কন্ঠ-কুমার শানু,মালবিকা দাস (আসাম)
[পুজো পুজো লাগছে আবার,
সবাই মিলে নাচব আবার]-২
[জয় দুর্গা মা জয় দুর্গা মা]-২
পূজো এলো-
পুজা এলো পুজা এলো
ঢাকের তালের ধুম
সেই তালে নাচবো আমরা
তাক ধিনা ধিন ধুম
[তাক ধিনা ধিন ধুম রে বাবা
তাক ধিনা ধিন ধুম]-২
হা মায়ের পুজো এলো আবার
বছর ফিরে পেলাম আবার
মায়ের পুজো এলো আবার
বছর ফিরে পেলাম আবার
তাই নিয়ে চারদিকে ধুম ধুম ধুম হা
[তাক ধিনা ধিন ধুম রে বাবা
তাক ধিনা ধিন ধুম]-২
[তোমার চরণে ধন্য জীবন,
তোমার আগমনে খুশীর লগন]-২
সারাবছর আশিস রেখো
সুখে দুঃখে সবার পাশে থেকো
করুনাময়ী মা তোমার অপার মহিমা
অসুর বিনাশিনী জগদ্ধাত্রী মা
মা দুর্গা মা মা দুর্গা মা
মা দুর্গা মা মা দুর্গা মা
শক্তিময়ী তুমি বিশ্বমাতা
সর্বজনের তুমি ভাগ্যবিধাতা
ও শক্তিময়ী তুমি বিশ্বমাতা
সর্বজনের তুমি ভাগ্যবিধাতা
আলোয় রাঙা মুখখানি মা
স্নিগ্ধ তোমার নয়ন দুটি
রাঙা চরণ পেলে মন ভরে যায়
দুর্গতিনাশিনী মা দুর্গা মা
[মা দুর্গা মা মা দুর্গা মা]-৬
[তাক ধিনা ধিন ধুম রে বাবা তাক ধিনা ধিন ধুম]-৪