পিতা স্বর্গ পিতা ধর্ম | Pita Swarga Pita Dharma | Lyrics

পিতা স্বর্গ পিতা ধর্ম
Pita Swarga Pita Dharma
ছায়াছবি: বৌমা
গীতিকার: রণজিত দে
সুরকার: কানু ভট্টাচার্য
শিল্পী: কিশোর কুমার
পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতা জগতের আলো
তার সে চোখ দিয়ে
দেখেছি মন্দ ভালো
দেখেছি মন্দ ভালো
পিতা স্বর্গ পিতা ধর্ম।
চলার পথে ধ্রুবতারা হয়ে সে
নয়ন সন্মুখে আজো সে রয়েছে
হো ও চলার পথে ধ্রুবতারা হয়ে সে
নয়ন সন্মুখে আজো সে রয়েছে।
তারি প্রেরণায় তারি মমতায়
জীবন সুন্দর হলো
পিতা স্বর্গ পিতা ধর্ম।
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমগুরু
তার আশিস নিয়ে এই জীবনের
পথচলা মোর শুরু
পথচলা মোর শুরু
পিতা স্বর্গ পিতা ধর্ম।
আঘাত যত নিজের বুকে নিয়ে সে
আমায় শুধু ভালোবাসা দিয়েছে
ও ও আঘাত যত নিজের বুকে নিয়ে সে
আমায় শুধু ভালোবাসা দিয়েছে।
এ মোর অন্তর শুধু নিরন্তর
তারি ধ্যানে গড়ে তোল
পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতা জগতের আলো
তার সে চোখ দিয়ে
দেখেছি মন্দ ভালো
দেখেছি মন্দ ভালো
পিতা স্বর্গ পিতা ধর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *