পাহাড়ি ঝর্না তুমি তো জানোনা
Pahari Jharna Tumi To Jano Na
অ্যালবাম: তোমার নাম লিখে দিবো
শিল্পী: অলকা ইয়াগনিক ও বাপ্পী লাহিড়ী
পাহাড়ি ঝর্না তুমি তো জানোনা।।
ঝরে ঝরে আমিও ঝরি
আমিও ঝরে পরি।।
তুমি শুধু কি ছন্দে নাচ গো ?।।
রুনুঝুনু আমিও নাচি।
আমিও নুপূর পরি।।
সারে সারে গারে গাপা ধা।।
তোমাকে আমারি বুক ভরে
একটি অজানা নদী করে
রাখতে ইচ্ছে করে।
ক্ষতি কি বলনা তুমি যদি
এখানে এসে গো হও নদী
অঝরে পর ঝরে।
দু’জনে মিলে যে ভেসে যাবো
সাগরের মোহনাতে এ এ এ
সাগরের মোহনাতে
সাগরের মোহনাতে।
বুলবুল পাখি গো,
তুমি তো জানোনা।।
চুলবুল আমিও করি
আমিও সুর যে ধরি।
আমিও গাইতে পারি।
আ আ আ আ আ
এসোনা এখানে এসো তুমি
এনেছি বাহারি মৌসুমি।
হয়েছি ফাগুন আমি।
করোনা এখানে মেলামেশা
মনের সুখেতে যত খুশী
গাওনা গান গুন তুমি।
ফুলেরি বাসরে
কাটাবো দিন।
আমরা দু’জনাতে এ এ এ
আমরা দু’জনাতে
আমরা দু’জনাতে।
পাহাড়ি ঝর্না,
তুমি তো জানোনা।।
ঝরে ঝরে আমিও ঝরি
আমিও ঝরে পরি।।
আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ