পার করো হে দয়াল চাঁদ আমারে | Par Koro He Doyal Chand Amare | Key Lyrics

পার করো হে দয়াল চাঁদ আমারে

Par Koro He Doyal Chand Amare

ফকির লালন শাহ্

ক্ষমো হে অপরাধ আমার এ ভবো কারাগারে।

পার করো হে দয়াল চাঁদ আমারে।।

পাপী অধম জীব হে তোমার

তুমি যদি না করো পার দয়া প্রকাশ করে।

পতিত পাবন পতিত নাশন

কে বলবে আজ তোমারে।।

না হইলে তোমার কৃপা

সাধন সিদ্ধি কোথা কে বা করিতে পারে।

আমি পাপী তাইতে ডাকি

ভক্তি দাও মোর অন্তরে।।

জলে স্থলে সর্ব জায়গায়

তোমারই সব কীর্তিময় ত্রিবিধ সংসারে।

তাই না বুঝে অবোধ লালন

প’লো বিষম ঘোরতরে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *