পাবার সময় হতে না হতে
Pabar Somoy Hote Na Hote
ছায়াছবি: বাঁচার লড়াই
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: কুমার শানু
[পাবার সময় হতে না হতে
যাবার সময় হয়ে গেল হয়ে গেল]-২
জীবন নদী
জীবন নদী সারাটি জীবন
ভুলের স্রোতে
বয়ে গেল বয়ে গেল বয়ে গেল
পাবার সময় হতে না হতে
যাবার সময় হয়ে গেল হয়ে গেল।
কোথায় ছিলাম কোথায় এলাম
কোথায় আমি যাবো
নিজের কাছে প্রশ্ন করি
জবাব কোথায় পাবো?
আশা আমার
আশা আমার মিথ্যে আশায়
নিরাশাতে
ক্ষয়ে গেল ক্ষয়ে গেল ক্ষয়ে গেল
যাবার সময় হয়ে গেল হয়ে গেল।
চাওয়ার মুকুল ফোঁটার আগে
যে ফুল যাবে ঝরে
স্মৃতিও তার রাখবেনা কেউ
কারো বুকে ধরে;
চোখের আলো চোখের আলো
বন্ধ চোখের অন্ধকারেই
রয়ে গেল রয়ে গেল রয়ে গেল
[পাবার সময় হতে না হতে
যাবার সময় হয়ে গেল হয়ে গেল]-২