পাবার সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল
Pabar Somoy Hote Na Hote Jabar Somoy Hoye Gelo
ছবি-বাঁচার লড়াই
শিল্পী-কুমার শানু
পাবার সময় হতে না হতে
যাবার সময় হয়ে গেল হয়ে গেল
জীবন নদী(২)
সারাটি জীবন
ভুলের স্রোতে
বয়ে গেল(৩)
কোথায় ছিলাম কোথায় এলাম
কোথায় আমি যাবো
নিজের কাছে প্রশ্ন করি
জবাব কোথায় পাবো
আশা আমার(২)
মিথ্যে আশায় নিরাশাতে
ক্ষয়ে গেল(৩)
চাওয়ার মুকুল ফোঁটার আগে
যে ফুল যাবে ঝরে
স্মৃতিও টা রাখবেনা কেউ
মরণ বুকে ধরে;
চোখের আলোয়(২)
বন্ধ চোখে অন্ধকারেই
রয়ে গেল(৩)
পাবার সময় হতে না হতে
যাবার সময় হয়ে গেল হয়ে গেল।