পাপীর তরে আসেন ভগবান
Papir Tore Asen Bhogoban
গীতিকার-ভবা পাগলা
শিল্পী-পন্ডিত অজয় চক্রবর্তী
পাপীর তরে আসেন ভগবান
পাপীর তরে আসেন ভগবান
ভক্তের তরে নাই প্রয়োজন।।
শোন ওগো বিশ্বপ্রাণ
এই ব্রহ্মান্ডে কান্ডে কান্ডে।।
ভক্ত মুখে তার গুনগান
পাপীর তরে আসেন ভগবান।।
ভক্তের তরে নাই প্রয়োজন।।
শোন ওগো বিশ্বপ্রাণ
এই ব্রহ্মান্ডে কান্ডে কান্ডে
ভক্ত মুখে তার গুনগান।
পাপীর তরে আসেন ভগবান।।
বহু পাপী এক ভগবান।।
যুগে যুগে হয় অধিষ্ঠান।
বহু পাপী এক ভগবান
যুগে যুগে হয় অধিষ্ঠান।
ত্রেতাতে রাম দ্বাপরে শ্যাম।।
কলিতে ঐ গৌর হরি।।
হরিনামে গলায় পাষাণ।
পাপীর তরে আসেন ভগবান।।
কালী আমার কালো হরা।।
মনোমোহিনী ভব দারা।
কালী আমার কালো হরা
মনোমোহিনী ভব দারা।
ভবার তরে খাঁড়া ধরে।।
শিবের বুকে দন্ডায়মান।
পাপীর তরে আসেন ভগবান।।
ভক্তের তরে নাই প্রয়োজন।।
শোন ওগো বিশ্বপ্রাণ
এই ব্রহ্মান্ডে কান্ডে কান্ডে।।
ভক্ত মুখে তার গুনগান
পাপীর তরে আসেন ভগবান।।।