পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে (পরাণ বন্ধুরে) – Pakhi khaca venge ure gele (Poran Bondhure) – Lyrics

 পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে (পরাণ বন্ধুরে)
Pakhi khaca venge ure gele (Poran Bondhure)


পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে

আর আসে না,
মেঘে ঐ চাঁদ ঢেকে গেলে
রাত হাসে না। 
একদিন একবার তোমাকে না দেখলে
হায় হায় প্রান যায় রে,
চোখেরই সামনে তাই তুমি থাকো রে
এই মন তাই চায় রে।

পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।। 

তুমি এতো বেশি অভিমানী
বুঝিনি আগে,
শুধু ভুল করে ভুল বোঝো 
এই আমাকে। 

সেই ভুলটা ভাঙাতে করি বৃথা চেষ্টা
দিনটাই হয় নষ্ট,
ভুল না করেও নির্দোষ মনটা
একাকি পায় কষ্ট। 

পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।।

তোমাকে ভালোবেসে হয়েছি বেহাল
তুমি কি কখনো তা করেছো খেয়াল ?
মনে মনে নাম নেই 
দেখি চেয়ে সামনেই
তুমি আছো ঠাঁই দাড়িয়ে,
দুটি হাত বাড়াতেই
দেখি ছুঁয়ে তুমি নেই,
হাওয়া হয়ে যাও হারিয়ে। 

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে..!

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..!

পরান বন্ধুরে…
পরান বন্ধুরে…

পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে।
পরান বন্ধুরে
তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে।।

Song: Poran Bondhure | পরাণ বন্ধুরে Singer: Imran Mahmudul Lyric: Kabir Bakul Tune & Music: Imran Mahmudul Music Programming & Mix master : IMRAN MAHMUDUL Director: Saikat Reza Cast: Imran & Keya Payel Edit: SM Tushar DOP: Bikash Saha Stylish: Tanzhil Jony Choreographer: Rohan Belal Label: Central Music and Video [CMV] Album: Single Released Date: 05-09-2021 Produced and Distributed by Central Music and Video [CMV].
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *