পাখি কখন জানি উড়ে যায়
Pakhi Kokhon Jani Ure Jay
ফকির লালন শাহ্
একটা বদ হাওয়া লেগে খাঁচায়।
পাখি কখন জানি উড়ে যায়।।
খাঁচার আড়া পলে ধ্বসে
পাখি আর দাঁড়াবে কিসে
আমি ঐ ভাবনা ভাবছি বসে
চমক জ্বরা বইছে গায়।।
ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচা কে বা পাখি
আমার এই আঙিনায় থাকি
আমারে মজাতে চায়।।
আগে যদি যেতো জানা
জঙলা কভু পোষ মানে না
তবে ও হায় প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।।