পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় | Pakhita Bondi Ache Deher Khacay | Key Lyrics

পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়
Pakhita Bondi Ache Deher Khacay
ছবি: মাটির ময়না
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়
ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো
উরতে গেলে পরিয়া যায়।।
দেখলে পরে জুড়ায় আঁখি
নানান রঙের নানান পাখি
আকাশেতে উরে বেড়ায়
ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো
উরতে গেলে পরিয়া যায়
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়।।
কাঁচা বাঁশের ঘরটা ফেইলা
ময়না পাখি পাখা মেইলা
তাদের সাথে মিশিতে চায়
ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো
উরতে গেলে পরিয়া যায়
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়।।
মাটির তৈরি ময়না বলে
তাইলে ক্যেনে মনটা দিলে
না দিলে জোর যদি ডানায়…
ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো
উরতে গেলে পরিয়া যায়
পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *