পড়ালেখা শেষ করে | Poralekha Shesh Kore | কণ্ঠ: খালিদ

পড়ালেখা শেষ করে
Poralekha Shesh Kore
ব্যাণ্ড চাইম(প্রথম ভলিউম) ১৯৮৫
কথা ও সুর: আশিকুজ্জামান টুলু
কণ্ঠ: খালিদ
[পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুঁকে মরা
এ কেমন অভিশাপ বলো?]-২
[কেউ নেতা বনে যায় কেউ প্রেমে তরী বায়]-২
ইমোশনে হয় টলমল
এ কেমন অভিশাপ বলো?
পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুঁকে মরা
এ কেমন অভিশাপ বলো?
[ফার্স্ট ইয়ার কেটে যায়
টিএসসি’র ওই বারান্দায়]-২
সেকেন্ড ইয়ার কাটে কিছু ক্লাসে
থার্ড ইয়ার মাথায় হাত,
বই নিয়ে কাটে রাত
থার্ড ইয়ার মাথায় হাত
সখী গো,সখী গো
থার্ড ইয়ার মাথায় হাত
বই নিয়ে কাটে রাত
চোখে সর্ষের ফুল এলোমেলো
এ কেমন অভিশাপ বলো?
পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুঁকে মরা
এ কেমন অভিশাপ বলো?
[অনার্স কোর্স তিন বছর,লাগে মাত্র ছয় বছর]-২
বাবার পকেেটের লালবাতি জ্বলে
হায় মধুর পরিবেশ,হলের ডালে জীবন শেষ
হায় মধুর পরিবেশ
সখী গো,সখী গো
হায় মধুর পরিবেশ,হলের ডালে জীবন শেষ
পাসকোর্সে এটেন্ড করা ভালো
এ কেমন অভিশাপ বলো?
পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুঁকে মরা
এ কেমন অভিশাপ বলো?
[বেঁচে থাকা না থাকা মোদের কাছে এক কথা]-২
অবহেলায় পড়ে আছি আমরা
হায় নিঠুর পরিবেশ,ছাদ ধসে জীবন শেষ
হায় নিঠুর পরিবেশ
বিধি গো,বিধি গো
হায় নিঠুর পরিবেশ,ছাদ ধসে জীবন শেষ
কত তাজা প্রাণ ঝরে গেলো
এ কেমন অভিশাপ বলো?
পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুঁকে মরা
এ কেমন অভিশাপ বলো?
[কেউ নেতা বনে যায় কেউ প্রেমে তরী বায়]-২
ইমোশনে হয় টলমল
এ কেমন অভিশাপ বলো?
[পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুঁকে মরা
এ কেমন অভিশাপ বলো?]-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *