নিশি নিঝুম ঘুম নাহি আসে – Nishi NIjhum ghum nahi ase – কাজী নজরুল ইসলাম

নিশি নিঝুম ঘুম নাহি আসে,

হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।

বিহগী ঘুমায় বিহগ-কোলে,

শুকায়েছে ফুল-মালা শ্রান্ত আঁচলে।

ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।

ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি,

শিয়রের দীপ হায়, অভিমানে নিভে যায়

নিভিতে চাহে না নয়নের বাতি।

কহিতে নারি কথা তুলিয়া আঁখি

বিষাদ-মাখা মুখ গুন্ঠনে ঢাকি।

দিন যায় দিন গুণে নিশি যায় নিরাশে।।

(নজরুল সংগীত)

 কথা ও সুর : কাজী নজরুল ইসলাম

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *