শিরোনাম- নিরিখ বান্ধরে দুই নয়নে
কথা: কালু শাহ ফকির
সুর: ওস্তাদ মোমতাজ আলী খান
নিরিখ বান্ধরে দুই নয়নে,
ভুইলো না মন তারে
ঐ নাম ভুল করিলে, যাবিরে মারা
পরবিরে বিষম ফ্যারে
ভুইলো না মন তারে।।
আগে আপনকে চেন
পরে গুরুকে মান
দেহ পাশ করে আন
সে যে সই মহরের নকল গুরু
দেবেন তোমায় দয়া করে ।।
প্রেমের গাছে একটি ফল
রসে করে টলমল
কত ভ্রোমর হয় পাগল
সে ফল গুরু এনে শিষ্যকে দিলে
অমর হয় সে সংসারে ।।
প্রেমের হাটে গেলা না
প্রেমের সদাই কিনলানা
প্রেমের বাজার করলানা
ফকির কালুশাহ তাই কয়
জয়নাল বলি যে তোমায়
এই প্রেম সামান্যেতে নয়
এই প্রেমের লাগিয়ারে মানুষ
জঙ্গলেতে বাস করে ।।
—