নিতাই এনেছে হরিনাম | Amar Nitai Eneche Horinam | Key Lyrics

নিতাই এনেছে হরিনাম
Amar Nitai Eneche Horinam
কথা ও সুর: নিতাই দাস
[নিতাই এনেছে হরিনাম
এই ভবের মাঝে অমৃত সমান(আমার)]-২
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মনপ্রাণ
[লক্ষ লক্ষ পাপীতাপী]-২
[হরিনামে পেল পরিত্রাণ]-২
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মন প্রাণ।
[এই হরিনাম পথের সম্বল ভেবে দেখ মনে
নাম ছাড়া কোনো শান্তি পাবিনা জীবনে(ও ও)]-২
[কৃষ্ণ বলে নয়ন জলে]-২
ভাসাও মনপ্রাণ,ভবের মাঝে অমৃত সমান।
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
[পুত্র-কন্যা আপন স্বজন সবি পড়ে রবে,
এই দেহটা আগুনেতে পুড়িয়া ছাই হবে(ও ও)]-২
[সুন্দর নারী সুন্দর বাড়ি]-২
কতই অভিমান,ভবের মাঝে অমৃত সমান।
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
[নিতাই দাসের এই মিনতি শ্রী গুরুর চরণে
কৃষ্ণ ভক্তি থাকে যেন সদায় আমার মনে(ও ও)]-২
[নামের তরী বৈঠা ধরি]-২
দিও একটু টান,ভবের মাঝে অমৃত সমান।
আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মন প্রাণ।
[লক্ষ লক্ষ পাপীতাপী]-২
[হরিনামে পেল পরিত্রাণ]-২
[আমার নিতাই এনেছে হরিনাম
ভবের মাঝে অমৃত সমান।
আমার গৌর বিলাইল মধুর নাম
নদেবাসী জুড়ায় মন প্রাণ]-২
[এই নদেবাসী জুড়ায় মন প্রাণ]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *