নিগুঢ় বিচারে সত্য তাই গেল জানা
Nigur Bichare Sotya Gelo Jana
মায়েরে ভজলে হয় বাপের ঠিকানা
Mayere Bhojile Hoy Tar Baper Thikana
লালন
নিগুঢ় বিচারে সত্য তাই গেল জানা ,
মায়েরে ভজলে হয় বাপের ঠিকানা ।
নিগুঢ়ভেদ না জেনে ,
কেবা সে মায়েরে চিনে ,
যার উপর দুনিয়ার ভার ,
দিলেন রাব্বানা ।
পুরুষ পরোয়ারদিগার ,
অঙ্গে ছিল প্রকৃতি তার ,
প্রকৃতি প্রকৃতিই সংসার ,
সৃষ্টি সবজনা ।
ডিম্বের মধ্যে কেবা ছিল ,
বাইরে কিভাবে এলো ,
লালন বলে ভেদ যে পেল ,
ঘুচল দিনকানা ।