নিগুঢ় বিচারে সত্য তাই গেল জানা | Nigur Bichare Sotya Gelo Jana | Lalon Song

নিগুঢ় বিচারে সত্য তাই গেল জানা
Nigur Bichare Sotya Gelo Jana
মায়েরে ভজলে হয় বাপের ঠিকানা
Mayere Bhojile Hoy Tar Baper Thikana
লালন
নিগুঢ় বিচারে সত্য তাই গেল জানা ,
মায়েরে ভজলে হয় বাপের ঠিকানা ।
নিগুঢ়ভেদ না জেনে ,
কেবা সে মায়েরে চিনে ,
যার উপর দুনিয়ার ভার ,
দিলেন রাব্বানা ।
পুরুষ পরোয়ারদিগার ,
অঙ্গে ছিল প্রকৃতি তার ,
প্রকৃতি প্রকৃতিই সংসার ,
সৃষ্টি সবজনা ।
ডিম্বের মধ্যে কেবা ছিল ,
বাইরে কিভাবে এলো ,
লালন বলে ভেদ যে পেল ,
ঘুচল দিনকানা ।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *