না হলে মন সরলা
Na Hole Mon Sorola
ফকির লালন শাহ্
না হলে মন সরলা
কি ধন মিলে কোথায় ঘুরে।
হাতে হাতে বেড়াও মিছে তওবা পড়ে।।
মক্কা-মদিনা যাবি, ধাক্কা খাবি মন না মুড়ে।
হাজি নাম বাড়াও কেবল জগত জুড়ে।।
মুখে যে পড়ে কালাম তার সুনাম হুজুর বাড়ে।
মন খাঁটি নয় বাঁধলে কি হয় বনে কুঁড়ে।।
মন যার হয়েছে খাঁটি মুখে যদি গলদ পড়ে।
খোদা তার নারাজ নয় রে লালন ভেড়ে।।