না না অমন করে দাগা দিয়ে || Na Na Omon Kore Daga Diye

না না অমন করে দাগা দিয়ে
Na Na Omon Kore Daga Diye
ছবি-অমানুষ (১৯৭৫)
শিল্পী-আশা ভোঁসলে

[না না না না অমন করে দাগা দিয়ে
সরে থেকো না]
[আমায় নিয়ে খেলা কর,
তুমি ওগো নিঠুর বড়]-২
[দোহায় তোমার আমায় তুমি,
বিষ চোখে চেয়ে দেখোনা]-২
না না না না অমন করে দাগা দিয়ে
সরে থেকো না না না  না
অমন করে দাগা দিয়ে সরে থেকো না।
[যা খুশী বলুক লোকে,
দেখুক আমায় মন্দ চোখে]
থাকলে তুমি আমার কাছে
লোকলাজে ভয় কি আছে
[ফুলটাকে কাঁটা দিয়ে
ভুল করে ভরে রেখো না]-২
না না না না অমন করে দাগা দিয়ে
সরে থেকো না।
[মন নিয়ে কি যে করি,
একি জ্বালায় জ্বলে মরি]-২
বুকের আগুন নেভে না হায়,
বোঝো না মন কি চায়
[আলেয়ার মত তুমি
ছল করে কাছে ডেকো না]-২
না না না না অমন করে দাগা দিয়ে
সরে থেকো না।
না না অমন করে দাগা দিয়ে  Na Na Omon Kore Daga Diye

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *