না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে
Na Jani Kon Somoy Kon Dosha Ghote Amare
ফকির লালন সাঁই
না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে
না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে।
আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে।।
সাধুর বাজারে কি আনন্দময়
অমাবশ্যায় পূর্ণ চন্দ্র উদয়
আছে ভক্তির নয়ন যার, সে চাঁদ দৃষ্ট তার
ভবো বন্ধন জালা তার যায়রে দুরে।।
দেবের দুর্লভ্য পদ সে
সাধু নামটি যার শাস্ত্রে ভাসে
আছে গঙ্গা মা জননী, পতিত পাবনই
সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে।।
আমি দাসের দাস তার দাস যোগ্য নয়
কোন ভাগ্যেতে এলাম সাধুর সাধ সভায়
ফকির লালন বলে মোর, ভক্তিহীন অন্তর
এবার বুঝি পলাম কদাচারে।।