না এমন আপন করে ডেকো না
Na Emon Apon Kore Dekona
অ্যালবাম: মনের ময়না
কথা: লিপি
সঙ্গীত: রঞ্জন মুখার্জী
শিল্পী: কুমার শানু
না এমন আপন করে ডেকো না,
তুমি ছাড়া মন কিছু চায় না
কিছু আমার যে আর ভালো লাগে না,
না আমায় এত ভালবেসো না।
হো হো হো হো হো হো হো হো হো হো
বর্ষা এসে চলে গেলো,
কেন মনেরই বর্ষা রয়েই গেলো।
ফাগুন এসে চলে গেলো,
কেন মনেতে আগুন রয়েই গেলো।
কেন তোমার চাওয়া আমায় মাতাল করে
বুঝেও কেন বোঝ না
না এমন আপন করে চেয়ো না
ঐ চাওয়ায় কিছু তো পাবে না
কিছু আমার যে আর ভালো লাগেনা,
না আমায় এত ভালবেসো না।
হো হো হো হো হো আ আ আ আ আ
দীপের শিখা আলো যে দেয়
তবু দীপের নিচে জানি আঁধারই রয়
বৃষ্টিধারা তৃষ্ণা মেটায়,
তবু হৃদয়ে তৃষ্ণা রয়ে যে যায়।
আমি তোমার ভালবাসায় জ্বলতে রাজি
কি পাবে তুমি বলো না ?
না এমন আপন করে ডেকো না
ঐ দেখা মনে আর সয় না।