নাম ধরে কে যেন ডাকে আমারে
Naam Dhore Ke Jeno Daake Amare
কথা: শ্যামল সেনগুপ্ত
সুর: বাবুল বোস
কণ্ঠ: অলকা ইয়াগনিক
[নাম ধরে কে যেন ডাকে আমারে]-২
[পিছু ফিরে দেখি আমি]-২
কেউ কোথায়ও নেই চারিধারে
[দাঁড়িয়ে আছি একা সাগর পাড়ে]-২
[নাম ধরে কে যেন ডাকে আমারে]-২
[সাগরের ঢেউ গোনা শুধু যার খেলা,
ফেলে আসা দিন গুনে কাটে তার বেলা]-২
ভুলিতে চাইলেও তো
[ভুলে থাকা যায়না]-২
মনে হয় সেই যেন ডাকে বারে বারে
[নাম ধরে কে যেন ডাকে আমারে]-২
আজও মনে পড়ে,আজও মনে পড়ে
রেমা পানি সারে সানি পামা নিপা মারে
সা পা মা রে নি
নিপা নিপা মাপা মারে মারে সারে সামা রেপা
সামা মারে পাপা মা নিনি পা সাসা
নিসা রেনি সা,নিসা রেনি সা,নিসা রেনি সা
আজও মনে পড়ে তোমারই বলা সব কথা
সবই গাঁথা রয়েছে দিয়েছো যত সুখ
দিয়েছো তুমি যত ব্যথা
সানি পামা রে,নিপা মারে সা,নিরে মাগা
[নাম ধরে কে যেন ডাকে আমারে]-২
[পিছু ফিরে দেখি আমি]-২
কেউ কোথায়ও নেই চারিধারে
[দাঁড়িয়ে আছি একা সাগর পাড়ে]-২
[নাম ধরে কে যেন ডাকে আমারে]-২