নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়
Nobi Na Cinile Se Ki Khodar Ved Pay
ফকির লালন সাঁই
নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়?
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।
কোন নবির হলো ওফাত?
কোন নবি বান্দার হায়াত?
লেহাজ করে জানলে নেহাত যাবে রে সংশয়।।
যে নবি পারের কাণ্ডার।
জিন্দা সে চার যুগের উপর।
হায়াতুল মুরসালিন নাম তার সেই জন্যে কয়।।
যে নবি সঙ্গে তোরো।
চিনে মন তার দাউন ধরো।
লালন বলে যদি কারো পারের সাধ হয়।।