ধরাতে সাঁই সৃষ্টি করে
Dhorate Shai Srishti Kore
KeyLyrics
ফকির লালন সাঁই
ধরাতে সাঁই সৃষ্টি করে
আছে নিগুমে বসে ।
কি দেবো তুলনা তারে
তার তুলনা সে ।।
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নপুংসক
এ তিন ভেবে না হবে ভাবুক
ত্রিভুবন যাঁর লোমকূপে তাঁর
করো দিশে ।।
কি রূপে নিরাকার হলো
ডিম্বরূপে কে ভাসিল
সে অন্বেষণ জানে যেজন
যায় সে দেশে ।।
বেদ পড়ে ভেদ পেত যদি সবে
গুরুর গৌরব থাকতো না ভবে
দরবেশ সিরাজ সাঁই কয় দেখরে লালন
কি হয় কিসে ।।