দোষ দিব আর কারে
Dosh Dibo Ar Kare
মহাত্মা লালন ফকির
দোষ দিব আর কারে
আপন মনের দোষে আমি পল্লাম রে ফ্যারে।।
সুবুদ্ধি সুস্বভাব গেল
কাকের স্বভাব মনে হল
ত্যজিয়ে অমৃত ফল
মাকাল ফলে মন মজিলোরে।।
যে আশায় এ ভবে আসা
ভাঙ্গিলোরে আশার বাসা
ঘটিলরে কী দুর্দশা
ঠাকুর গড়িতে বানর হলোরে।।