দোনালী বন্দুকের শিকার করো শিকারী
Donali Bonduker Shikar Kare Shikari
দোনালী বন্দুকের শিকার করো শিকারী,
তোমার আপন গলায় মওলা ডাক,
তোমার আপন গলায় মুর্শীদ ডাক,
নিজের ঈমান ঠিক করি,
নিজের আমল ঠিক করি।
যদি কর লক্ষ্য ভ্রষ্ট তোমার গোলা বারুদ সবি নষ্ট,
যুগে যুগে পাবি কষ্ট দেখনা তুই বিচার করি।
এশকের বারুদ ভর মুহব্বতের ধুলি কর,
ভক্তি ভাবে চাপ মারিলে করবে ভাণ্ডারী !