দে মা আমায় তবিলদারী
De Maa Amay Tobildari Lyrics
(প্রসাদী সুর
তাল একতালা
শিল্পী-আশরাফ উদাস)
দে মা আমায় তবিলদারী
দে মা আমায় তবিলদারী।।
আমি নিমকহারাম নই শংকরী
দে মা আমায় তবিলদারী।।
পদ-রত্ন-ভাণ্ডার সবাই লুটে মা,
ইহা আমি সইতে নারি।।
তবে ভাঁড়ার জিম্মা যার কাছে মা,
সে যে ভোলা ত্রিপুরারি।।
দে মা আমায় তবিলদারী।।
আমি নিমকহারাম নই শংকরী
দে মা আমায় তবিলদারী।।।
অর্ধ অঙ্গ জায়গীর মাগো,
তবু শিবের মাইনে ভারি।।
আমি বিনা মাইনের চাকর কেবল,
চরণ ধূলার অধিকারী।।
দে মা আমায় তবিলদারী।।
আমি নিমকহারাম নই শংকরী
দে মা আমায় তবিলদারী।।
তোমার বাপের ধারা ধর মা,
তবে বটে আমি হারি।।
যদি আমার বাপের ধারা ধর মা,
তবে তোমা পেতে পারি।।
দে মা আমায় তবিলদারী।।
আমি নিমকহারাম নই শংকরী
দে মা আমায় তবিলদারী।।।
প্রসাদ বলে এমন পদের,
বালাই ল’য়ে আমি মরি।।
ও পদের মত পদ পাইতো মা,
সে পদ নিয়ে বিপদ সারি।।
দে মা আমায় তবিলদারী।।
আমি নিমকহারাম নই শংকরী
দে মা আমায় তবিলদারী।।
মা মা মা মাগো
দে মা আমায় তবিলদারী।।
আমি নিমকহারাম নই শংকরী
দে মা আমায় তবিলদারী।।।