দেহ নামের আজব মেশিন Lyrics
Deho Namer Ajob Machine Lyrics
অ্যালবাম: বিবাগী
কথা ও সুর: প্লাবন কোরেশী
কণ্ঠ: রিংকু
দেহ নামের আজব মেশিন Lyrics
[দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি?]-২
[কোন থিওরি করছে প্রয়োগ
কোন দেশে তার ফ্যাক্টরি?(হায়রে)]-২
[দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি?(হায়রে)]-২
[চলে মেশিন আপন মনের
দক্ষ হাতের চাবিতে
হাসে,খেলে,যুদ্ধ করে
ভালোবাসার দাবিতে]-২
[আজব মেকার নৈরাকার -এ
দেখে তার কারিগরি(হায়রে)]-২
[দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি(হায়রে)]-২
[জানতে চাইলে মেশিন তত্ত্ব
গুরুর সঙ্গ ধরো মন
ভব রঙ্গ সাঙ্গ করে
লও খুঁজে সেই মহাজন]-২
[রুপের নেশায় ভুইলো না মন
যে জন পারের কাণ্ডারি(হায়রে)]-২
[দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি (হায়রে)]-২
[কোন থিওরি করছে প্রয়োগ
কোন দেশে তার ফ্যাক্টরি(হায়রে)]-২
[দেহ নামের আজব মেশিন
বানাইছে কোন মিস্ত্রি(হায়রে)]-২