দেহ তরী দিলাম ছাড়িয়া, গুরু তোমর নামে
Deho Tori Dilam Chariya Guru Tomar Name
আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার নামে
Ami jodi duiba mori kolonko tomar name
দেহ তরী দিলাম ছাড়িয়া
গুরু তোমার নামে
(ওরে) আমি যদি ডুইবা মরি
কলঙ্ক তোমার নামে।।
বাজারিরা বাজার করে
কত রঙ্গের বাতি জ্বলে
গুরু দোকানের সামনে
তারা জ্বালাইয়া বাতি
করে ডাকাতি সদর মুকামে
গুরু তোমারই নামে।।
মদনগঞ্জে গেলে পরে
কাম কুম্ভিরে ধরবই তোরে
(গুরু) পড়বিরে ফেরে
আগে সিদ্ধিরগঞ্জ যাইয়া শেষে
যাও নিত্যধামে।
গুরু তোমরই নামে।।