দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে | Deyale Deyale Kheyale Kheyale | Minar Rahman | Emon Chowdhury | Official Lyrical

দেয়ালে দেয়ালে
Deyale Deyale
Singer : Minar Rahman
Tune & Composition : Minar Rahman
Lyric : Robiul Islam Jibon 
Music Arrangement : Emon Chowdhury
Album : Deyale Deyale

বলনা কেন তুমি বহুদূর,

কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।

জানো না তুমিহীনা এ আমার,

স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।

দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,

হিসেবে বেহিসেবে

তোমাকেই খুঁজি।

আড়ালে আড়ালে,

কোথায় হারালে

ফিরে তুমি আর আসবেনা বুঝি?

কত রাত কেটে গেছে আধারে ,

নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে ?

কত ঘুম মিশে গেছে অজানায়

জানে শুধু দু ‘ চোখ ভুল সে স্বভাবে ।

দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,

হিসেবে বেহিসেবে

তোমাকেই খুঁজি।

আড়ালে আড়ালে,

কোথায় হারালে

ফিরে তুমি আর আসবেনা বুঝি?

তবু আমি তোমার অপেক্ষায়

দেখবো নতুন দিনের আলো।

বেঁচে থাকার আশ্রয় তুমি

তোমাকেই শুধু বাসি ভালো।

দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,

হিসেবে বেহিসেবে

তোমাকেই খুঁজি।

আড়ালে আড়ালে,

কোথায় হারালে

ফিরে তুমি আর আসবেনা বুঝি?

বলনা কেন তুমি বহুদূর,

কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।

জানো না তুমিহীনা এ আমার,

স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *