দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে
Dekh Na Ebar Apnar Ghor Thauriye
Key Lyrics
ফকির লালন সাঁই
দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে ।
আঁখির কোণে পাখির বাসা
যায় আসে হাতের কাছ দিয়ে ।।
সবে বলে পাখি একটা
সহস্র কুঠরি কোঠা
আছে আল সঙ্গত হয়ে
নিগুমে তার মূল একটি ঘর
অচিন হয় সেথা যেয়ে ।।
ঘরে আয়না আঁটা চৌপাশে
মাঝখানে পাখি বসে
আছে আড়া পাতিয়ে
দেখ না রে ভাই ধরার জো নাই
সামান্য হাত বাড়ায়ে ।।
কেউ দেখতে যদি সাধ কর
সন্ধানীকে চিনে ধর
দেবে দেখায়ে
সিরাজ সাঁই কয় লালন তোমায়
বুঝাইতে দিন যায় বয়ে ।।