দেখ দেখি মন
Dekh Dekhi Mon
দেখ দেখি মন
দেখতে যার ঐ বাসনা হৃদয়।
লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই।।
বাতি যেদিন নিভে যাবে,
ভবের শহর আঁধার হবে,
সুখ পাখি তোর পালাইবে, ছেড়ে সুখালয়।।
রতির গিরে ফসকা মারা,
শুধুই কথার ব্যবসা করা,
তার কি হবে রূপ নিহারা, মিছে গোল বাধায়।।
সিরাজ সাঁই বলেরে লালন,
স্বরূপে তুই দে রে নয়ন,
তবেই হবে রূপ দরশন, পড়িসনে ধাঁধায়।।