দেখে যারে মাইজভান্ডার, হইতাছে নূরের খেলা | Dekhe Za Re Maijbhandari Hoitache Nurer Khela | গফুর পাগলা মাইজভান্ডারী

Dekhe Za Re Maijbhandari Hoitache Nurer Khela
দেখে যারে মাইজভান্ডারে, হইতাছে নূরের খেলা
রচয়িতা: গফুর পাগলা মাইজভান্ডারী
দেখে যারে মাইজভান্ডার, হইতাছে নূরের খেলা,
নূরী মাওলা বসাইলো, প্রেমের মেলা।।
আল্লাহু আল্লাহু রবে, নানান বাদ্য শোনা যায়,
গাউছুল আজম মাইজভান্ডারীর, আশেকানে হুষ হারাই।
জিকিরেতে আকাশ বাতাস, করে আল্লাহ হু আল্লাহ।।
দেখে যারে মাইজভান্ডার, হইতাছে নূরের খেলা,
নূরী মাওলা বসাইলো, প্রেমের মেলা।।
খাঁটি দীলে নূরী মাওলার, যে করিবে জিয়ারত,
দীলের পর্দা যাবে খুলে, এ হবে তার এবাদত।
অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দীল খোলা।।
দেখে যারে মাইজভান্ডার, হইতাছে নূরের খেলা,
নূরী মাওলা বসাইলো, প্রেমের মেলা।।
দিন থাকিতে ওরে গফুর, গেলি না তুই মাইজভান্ডার,
মনের আশা না মিটিল, পাইলি না মাওলার দিদার।
যাইতি যদি মোরাকাবায়, দেখতিরে মুর্শিদ মাওলা।।
দেখে যারে মাইজভান্ডার, হইতাছে নূরের খেলা,
নূরী মাওলা বসাইলো, প্রেমের মেলা।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *