দেখেছি তোমাকে ফুলেরই আসরে
Dekhechi Tomake Phuleri Asore
(हम को आवाज़ दे तू कहा है सनम
হাম কো আওয়াজ় দে তু কাহা হে সানাম)
অ্যালবাম: ফুলের আসরে
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: যতীন ললিত
শিল্পী: কুমার শানু
Dekhechi Tomake Phuleri Asore
(हम को आवाज़ दे तू कहा है सनम
হাম কো আওয়াজ় দে তু কাহা হে সানাম)
অ্যালবাম: ফুলের আসরে
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: যতীন ললিত
শিল্পী: কুমার শানু
হুঁ হুঁ হুঁ হুঁ ও ও লা লা লা লা লা
[দেখেছি তোমাকে ফুলেরই আসরে]-২
দেখে যে মন ভরে না
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে।
দেখেছি তোমাকে ফুলেরই আসরে
দেখে যে মন ভরেনা
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে
দেখেছি তোমাকে।
কেন যে বোঝনা মনকে আমি যে
কী করে আর বেঁধে রাখি
এ কেমনে বোঝাই আমি
দিন যে কাটেনা
কত যে আর একা থাকি
[দাওনা গো ধরা আমারই সুরে]-২
গেয়ে যাব আমি তোমায়
আমারই গানে গানে।
দেখেছি তোমাকে ফুলেরই আসরে
দেখে যে মন ভরেনা
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে
দেখেছি তোমাকে।
তোমাকে না পেলে এই জীবনেতে
জানিনা কী পাবো আমি
ও সোনার খনির চেয়ে
ওই সোনা মুখ যে
আমি বলি বেশি দামী।
[দাওনা গো সাড়া আমারই ডাকে]-২
অভিমানে অনুরাগে
কী হবে মনই জানে।
[দেখেছি তোমাকে ফুলেরই আসরে]-২
দেখে যে মন ভরেনা
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে
দেখেছি তোমাকে
দেখেছি তোমাকে
দেখেছি তোমাকে।