দূরিতবারিণি ও মা হররানি ডাকিছে কাতরে এ দীন সন্তান,
করিয়া যতন কমল আসন পেতেছি হৃদয়ে কর অধিষ্ঠান।।
শিখাইয়া দাও তুমি মা ভবানি, কেমনে পূজিব চরণ দু’খানি,
ভজন পূজন কিছুই না জানি, তাই ভাবি কিসে পাব পদে স্থান।।
ভরসা কেবল করুণা তোমার তাই এ সন্তান ডাকে বার বার,
নাশ মা তাহার অজ্ঞান-আঁধার তনয়ে তোমার দাও দিব্য জ্ঞান;
যেন নাহি ভুলি চরণ দু’খানি এই মতি দাও তনয়ে জননী,
অকূল পাথার কিসে হই পার, ভব দু:খ যেন হয় অবসান।।