দু চোখে রজনী
ছায়াছবি-ওরা চারজন
শিল্পী-কিশোর কুমার
উ উ উ উ উ উ উ উ উ উ
দু চোখে রজনী,তবু দিন গুনি,
দিন বুঝি দিলোনা দেখা,
আমি অন্তরে বাহিরে একা।।
দু চোখে রজনী,তবু দিন গুনি।
এই যে জীবন মায়া নিকেতন
মরীচিকার পিছে,মিছে ছোটে মন
খুঁজি কোথা ঠিকানা লেখা
আমি অন্তরে বাহিরে একা।
জনে জনে মিলে,চলেছে মিছিলে
আমারই যে দাঁড়িয়ে থাকা
আমি মিছিলে মিছিলেও একা
দু চোখে রজনী,তবু দিন গুনি।
আলো খুঁজে যাই,যতটুকু পাই
নেভা দীপ দেখে যতনে জ্বালাই।
নিজে থাকি আঁধারে ঢাকা,
আমি অন্তরে-বাহিরে একা।
এত যে আনন্দ,এত সুর ছন্দ
মনে ধরা হলো না শেখা
আমি আঁধারে আলোতেও একা।
দু চোখে রজনী,তবু দিন গুনি।