দুর্গা পুজো আমার কাছে স্বাধীনতার দিন
Duga Pujo Amar Kache Sadhinotar Din
কন্ঠ-বান্টি
দুর্গা পুজো আমার কাছে
স্বাধীনতার দিন,
একটি নয় দুটি নয়,
কম করে পাঁচ দিন।।
দুগ্গো পূজো আমার চোখে,
সব থেকে রঙিন।।
ষষ্ঠী থেকে দশমী ঐ
কম করে পাঁচদিন
আমার স্বাধীনতার দিন
আমি ঘুরবো সারাদিন
আরে কম করে পাঁচদিন
আমি উড়ব সারাদিন।
পূজো মানে ফ্যাশন,প্যারোড
প্যান্ডেলে প্যান্ডেলে
তোমার সাথে ঘুরব আমি
উড়ব পাখা মেলে।
লা লা লা লা লা লা
পূজো মানে ফ্যাশন,প্যারোড
প্যান্ডেলে প্যান্ডেলে
তোমার সাথে ঘুরব আমি
উড়ব পাখা মেলে।
তালা থেকে টালিগঞ্জ,
বেড়াব রাতদিন।।
ষষ্ঠী থেকে দশমী ঐ
কম করে পাঁচদিন
আমার স্বাধীনতার দিন
আমি ঘুরবো সারাদিন
আরে কম করে পাঁচদিন
আমি উড়ব সারাদিন।
ভিড়ের মাঝে হারিয়ে যাব,
তোমারি হাত ধরে,
প্রেমের সীমা ছাড়িয়ে,
কারো পড়ব না নজরে।।
বালি থেকে বালিগঞ্জ,
কাটবে সুখে দিন।।
ষষ্ঠী থেকে দশমী এই
কম করে পাঁচদিন।
আমার স্বাধীনতার দিন
আমি ঘুরবো সারাদিন
আরে কম করে পাঁচদিন
আমি উড়ব সারাদিন।
দুগ্গা পূজো আমার কাছে
স্বাধীনতার দিন।
একটি নয় দুটি নয়
কম করে পাঁচ দিন।
দুগ্গো পূজো আমার চোখে,
সব থেকে রঙিন।।
ষষ্ঠী থেকে দশমী এই
কম করে পাঁচদিন
আমার স্বাধীনতার দিন
আমি ঘুরবো সারাদিন
আরে কম করে পাঁচদিন
আমি উড়ব সারাদিন।
আমার স্বাধীনতার দিন
আমি ঘুরবো সারাদিন
আরে কম করে পাঁচদিন
আমি বেড়াব রাত-দিন।