দু’চোখ দিয়ে দেখো | Du Chokh Diye Dekho | Lyrics

দু’চোখ দিয়ে দেখো
Du Chokh Diye Dekho
শিল্পী: সায়ান
আজ শিক্ষিত লোকে
গবেষণা করে,
কার চেয়ে কে বড়?
কাজী নজরুল
নাকি রবীন্দ্রনাথ,
বলো কে বেশী বড়?।।
এলো নজরুল
এলো রবীন্দ্রনাথ,
বাঙ্গালী তোমার জন্য।।
তবু গেলনা গেলনা
এখনও গেলনা
বাঙ্গালী মনের দৈন্য।
এলো নজরুল।
কোথায় সঞ্চয়িতা আর,
সঞ্চিতা’ই বা কোথায়?
সঞ্চিতা আর সঞ্চয়িতা,
আজ দাড়িপাল্লায়।।
না না কারো অন্তরে নয়।।
দ্যাখো সঞ্চিতা
আর সঞ্চয়িতা
আজ দাড়িপাল্লায়।
আজ নিচ্ছে ওজন।।
দেখছে বাঙ্গালী
কোনটা বেশী ভারী
কোনটা পরিতাজ্য
আর কোনটা দরকারি।
দেখ সঞ্চিতা
আর সঞ্চয়িতা
আজ দাড়িপাল্লায়।
আজ নিচ্ছে ওজন।
দেখছে বাঙ্গালী
কোনটা বেশী ভারী।
তর্কে নেমেছে
নেমেছে বাঙ্গালী
আজকে কোমড় বেঁধে।
মাঝখানে পরে মরছে শিল্প
পাথর চোখে কেঁদে।
একচোখে চুরুলিয়া,
একচোখে জোড়াসাঁকো,
একচোখ বুজে,
থেকোনা বাঙ্গালী,
দু’চোখ দিয়েই দেখো।।
“কোথাও আমার হারিয়ে
যাওয়ার নেই মানা মনে মনে
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে”
“আজি মনে মনে লাগে হরি।।
আজ বনে বনে জাগে হরি।।।
আজ মনে মনে লাগে হরি”
একচোখে চুরুলিয়া,
একচোখে জোড়াসাঁকো,
একচোখ বুজে,
থেকোনা বাঙ্গালী,
দু’চোখ দিয়েই দেখো।।
কে ছিলো ব্রাহ্ম কবি,
আর কে ছিলো মুসলমান,
কার কবিতার সংখ্যা বেশী,
কার বেশী ছিলো গান;
কে ছিলো দোকানদার,
আর কার বাবা জমিদার,
কে জিতলো পুরস্কার;
আর কে পেলো কারাগার।।
কার গান হলো শুধু গীতি
আর কার গান সঙ্গীত,
কার স্বরলিপি আছে,
কার নেই বলো-
কে বেশী পন্ডিত?।।
তর্কে নেমেছে,
নেমেছে বাঙ্গালী
আজকে কোমড় বেঁধে
মাঝখানে পরে মরছে শিল্প
পাথর চোখে কেঁদে।
একচোখে চুরুলিয়া,
একচোখে জোড়াসাঁকো,
একচোখ বুজে,
থেকোনা বাঙ্গালী,
দু’চোখ দিয়েই দেখো।।
রবীন্দ্রনাথ শান্ত সমুদ্র,
নজরুল তাতে
টালমাটাল জোয়ার।।
রবীন্দ্রনাথ মুক্ত মহাকাশ
নজরুল সেই মহাকাশ জুড়ে
তুফান ডাকা বজ্র হুংকার।।
“মোরা ঝঞ্জার মত উত্তম
মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত সচ্ছল”।
মোরা ঝঞ্জার মত উত্তম।
“এরা সুখের লাগি চাহে প্রেম
প্রেমে মেলেনা।।
শুধু সুখ চলে যায়,
এ মনে মায়ার ছলনায়”।
এরা সুখের লাগি চাহে
প্রেম প্রেমে মেলেনা।
তর্কে নেমেছে নেমেছে বাঙ্গালী,
আজকে কোমড় বেঁধে
মাঝখানে পরে মরছে শিল্প
পাথর চোখে কেঁদে।
একচোখে চুরুলিয়া,
একচোখে জোড়াসাঁকো,
একচোখ বুজে,
থেকোনা বাঙ্গালী,
দু’চোখ দিয়েই দেখো।।
বাঙালী দু’চোখ দিয়েই দেখো।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *