দিস না মনকে এমন জ্বালা | Dis Na Mon Ke Amon Jala | অনুপ জালোটা

দিস না মনকে এমন জ্বালা
Dis Na Mon Ke Amon Jala
অ্যালবাম: জলসা (১৯৮৬)
কথা: মুকুল দত্ত
সুর: সুমিত্রা লাহিড়ী
কণ্ঠ: অনুপ জালোটা
দিস না মনকে এমন জ্বালা বেদরদি
[ছিলো ভালোবাসা হলো]-২
আগুনের নদী
হায় বেদরদি
দিস না মনকে এমন জ্বালা বেদরদি।
[মন দিয়ে ভুল হলো সুখ দিলো ফাঁকি
সবকিছু গেছে শুধু,প্রাণ যেতে বাকি]-২
পাবে না আমায় খুঁজে দেরি হয় যদি
হায় বেদরদি
[দিস না মনকে এমন জ্বালা বেদরদি]-২
[কাঁচের আয়না যেন ভেঙে যাওয়া মন
বাজ লেগে জ্বলে যাওয়া স্বপ্নের বন ]-২
কী হবে তখন পুড়ে হয় ছাই হয় যদি
হায় বেদরদি
[দিস না মনকে এমন জ্বালা বেদরদি]-২
[যেখানে ফাগুন ছিলো সেখানে আগুন
ভালোবেসে কারো মন হয়ে গেছে খুন]-২
কোনো সাজা দেওয়া যেত দোষ হতো যদি
হায় বেদরদি
দিস না মনকে এমন জ্বালা বেদরদি
[ছিলো ভালোবাসা হলো]-২
আগুনের নদী
হায় বেদরদি
[দিস না মনকে এমন জ্বালা বেদরদি]-২
দিস না মনকে এমন জ্বালা | Dis Na Mon Ke Amon Jala | অনুপ জালোটা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *