দিনে দিনে হলো আমার দিন আখেরি | Dine Dine Holo Amar Din Akheri | Key Lyrics

দিনে দিনে হলো আমার দিন আখেরি

Dine Dine Holo Amar Din Akheri

দিনে দিনে হলো আমার দিন আখেরি।

আমি কোথায় ছিলাম কোথায় এলাম

তাইতো সদাই আমি ভেবে মরি।।

বসত করি দিবা রাতে,

ষোলজন বোম্বেটের সাথে,

দেয় না যেতে সরল পথে,

পদে পদে করে দাগাদারি।।

বাল্যকাল খেলায় গেলো,

যৌবনে কলঙ্ক হলো,

বৃদ্ধকাল সামনে এলো,

মহাকাল হলো অধিকারী।।

যে আশাতে ভবে আসা,

তাতে হলো ভগ্ন দশা,

লালন বলে হায় কী দশা,

উজাইতে ভেটেনে প’লো তরী।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *