দিনে কি রাতে সাঁঝ প্রভাতে – Dine Ki Raate Sanjh Prabhate

 দিনে কি রাতে সাঁঝ প্রভাতে

Dine Ki Raate Sanjh Prabhate

অ্যালবাম: নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি

কথা: মোহাম্মদ রফিকউজ্জামান

সুর: আলাউদ্দিন আলী

কণ্ঠ: মিতালী মুখার্জী ও তপন চৌধুরী

[দিনে কি রাতে

দিনে কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেই তো

জীবন বলো

জীবন বলো মরন বলো

তুমি আমার সেই তো]-২

দিনে কি রাতে

দিনে কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেই তো!

সামনে রেখিও দু’চোখে দেখিও

এক পলকের আড়াল হলে

[কাটেনা যে ক্ষণ]-২

ও কাছে না এলে গো

বুকে না পেলে গো

হৃদয় আমার কেঁদেই মরে

[ভরে না তো মন]-২

তোমারই মাঝে

তোমারই মাঝে হারিয়ে খুঁজি

নতুন আমাকেই তো

দিনে কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেই তো!

লজ্জা কিবা আর,তুমি তো আমার

বুকের ভিতর রাখা ওগো

[সুখের অলংকার]-২

ও তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি

এর চেয়ে বড় আছে কি আর

[আমার অহংকার]-২

সারাটি জীবন

সারাটি জীবন কেটে যাবে

স্বপ্ন সাজাতেই তো

[দিনে কি রাতে

দিনে কি রাতে সাঁঝ প্রভাতে,

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেই তো

জীবন বলো

জীবন বলো মরণ বলো

তুমি আমার সেই তো]-২

দিনে কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেই তো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *