দাড়ায়ে রয়েছ শ্যামা শিবের বুকে দিয়ে চরণ | Daraye Royeche Shyama Shiber Buke Diye Charan

দাড়ায়ে রয়েছ শ্যামা শিবের বুকে দিয়ে চরণ

Daraye Royeche Shyama Shiber Buke Diye Charan

কালী কীর্তন
অ্যালবাম-যার মা আনন্দময়ী
কথা-ভবা পাগলা
শিল্পী-হৈমন্তি শুক্লা

দাড়ায়ে রয়েছ শ্যামা শিবের বুকে দিয়ে চরণ

দাড়ায়ে রয়েছ শ্যামা,
শিবের বুকে দিয়ে চরণ।।
চুল হেলিয়ে শ্যামলা মেয়ে।।
হয়ে আছ দিগ্বসন
দাড়ায়ে রয়েছ শ্যামা
শিবের বুকে দিয়ে চরণ।

জগত জোড়া বসন পরা,
তুই কেন মা বসন ছাড়া।।
তোরি নাকি সৃষ্টি গড়া।।
এমন রুপ তোর কিসের কারন
দাড়ায়ে রয়েছ শ্যামা
শিবের বুকে দিয়ে চরণ।

দয়াময়ী নামটি তারা,
গায়ে কেন মা রুধির ধারা।।
হাতে নিয়ে মুন্ডখাড়া,
কালো রুপে ঢাকলি ভুবন।।
সেই কালোতে উঠল ভাসি
শ্যামার মুখে মধুর হাসি
সেই কালোতে উঠল ভাসি
শ্যামার মুখে মধুর হাসি
সেই কালোতে উঠল ভাসি
সত্ত্ব রজো তম নাশি,
করছে মেয়ে বিশ্ব শাসন।।
দাড়ায়ে সেই হৃদাসনে,
তোর পদে মা ভবা ভনে।।
তোরি মাগো কৃপা গুনে,
হবে গো মা শমন দমন।।
দাড়ায়ে রয়েছ শ্যামা
শিবের বুকে দিয়ে চরণ
চুল হেলিয়ে শ্যামলা মেয়ে।।
হয়ে আছ দিগ্বসন
দাড়ায়ে রয়েছ শ্যামা,
শিবের বুকে দিয়ে চরণ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *