দাও না মুছে সন্তানেরই | Dao Na Muche Santaneri | Key Lyrics

দাও না মুছে সন্তানেরই
Dao Na Muche Santaneri
Moner Kalima
ছায়াছবি: দেবী
[জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় জয় কালী মা]-২
দাও না মুছে সন্তানেরই মনের কালিমা
মন্দিরেতে মঙ্গলেরই প্রদীপ জ্বালি মা
[অঞ্জলি দেব আজ ঐ রাঙ্গা চরণে]-২
স্মরণে থাকে যেন তোমার গরিমা
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় জয় কালী মা।
[শুধু ফুলে হয়না পূজো,ভক্তি যে চাই মনে
ভালবাসা থাকে যেন সবারি জীবনে]-২
[মনের যত কালো,আজ সবাই মুছে ফেলো]-২
এক হয়ে মিশে যাও দূরে থেকোনা
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় জয় কালী মা।
[আকুল হয়ে ডাকলে পরে,মা যে সাড়া দেয়
ভালবেসে আপন করে,কাছে টেনে নেয়]-২
[ফকির কিংবা রাজা,মা পাপীকে দেয় সাজা]-২
জেনেশুনে কেউ যেন পাপ করোনা
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় জয় কালী মা।
দাও না মুছে সন্তানেরই মনের কালিমা
মন্দিরেতে মঙ্গলেরই প্রদীপ জ্বালি মা
[অঞ্জলি দেব আজ ঐ রাঙ্গা চরণে]-২
স্মরণে থাকে যেন তোমার গরিমা
[জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় কালী জয় মা কালী
জয় জয় কালী মা]-৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *