দরবেশ তুমি আল্লাহ খোঁজ ঋষি খোঁজ ভগবান
Dorbesh Tumi Allah Khojo Rishi Khojo Bhogoban
Keylyrics
দরবেশ তুমি আল্লাহ খোঁজ
ঋষি খোঁজ ভগবান।
হয় না দেখছি কারাে সাধ্যে
করিতে তার অনুসন্ধান।
ছিড়া ক্যাথা লেংটি ঝাঁটা
অষ্ট অঙ্গে দীর্ঘ ফোঁটা।
মিছে সব ফন্দি আঁটা
সার করিল বন শ্মশান।
ভগবান সে নয় জানােয়ার
কি দেখা পাবে গাে তার
পাইলে পাইবে স্বরূপ সাকার
যে রূপ আছে বর্তমান।
তন্ত্র মন্ত্র উপবাসে
প্রাণায়াম কি রূদ্ধশ্বাসে
থাকতে আছ কোনাে বিশ্বাসেদ
করে শুধু হাওয়া পান।
নিজকে যখন চোখে ভাসে
বাক্যে তখন সিদ্ধি আসে
সকল বন্ধন যাবে খসে
আগগােয়ারে উড়বে নিশান।
তারে আর ভেবাে না জুদা
খুদ নিয়ে হয়েছে খােদা
জালালউদ্দিন মন বেহুদা
ঘুরছে সদা পাহাড় ময়দান।