দয়াল তোমার অন্ত পাওয়া ভার – Dayal Tomar Anta Paowa Bhar

 দয়াল তোমার অন্ত পাওয়া ভার

Dayal Tomar Anta Paowa Bhar
ছায়াছবি: মায়ার সংসার (১৯৬২)
কথা: প্রণব রায়
সুর: রবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
দয়াল দয়াল
ও দয়াল তোমার অন্ত পাওয়া ভার
[শেষের পরেও শুরু আছে এই বুঝেছি সার]-২
[তুমি কাঙাল কর দেবে বলে
আবার দু’হাত ভরে]-২
ঘর ভেঙে হায় সেই ভাঙা ঘর
গড় নতুন করে
অকূলে যে কূল পেলো না
কারে কর পার
[তোমার অন্ত পাওয়া ভার]-২
দয়াল অন্ত পাওয়া ভার
ও দয়াল তোমার অন্ত পাওয়া ভার
শেষের পরেও শুরু আছে এই বুঝেছি সার
দয়াল দয়াল।
[কত নালিশ জানিয়েছিলাম চোখের জলের সাথে]-২
[বুঝিনি তো মুছিয়ে দেবে তুমি আপন হাতে]-২
[বুঝেছি আজ কেন ফোটাও কেন ঝরাও ফুল]-২
তোমার পাওনা দেনার হিসেবে যে হয়না কোনো ভুল
নালিশ আমার তোমার পায়ে হলো নমস্কার
[তোমার অন্ত পাওয়া ভার]-২
দয়াল অন্ত পাওয়া ভার
দয়াল দয়াল।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *